বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

পিরিতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল

পিরিতি করিয়া বন্ধে
ছাড়িয়া গেল
আগে তো জানিনা বন্ধের
মনে কি ছিল।।

শোন ওগো সহচরি
ধৈর্য্য না ধরিতে পারি
না দেখিলে প্রাণে মরি 
উপায় কি বলো।।

প্রেম কী হয় যথাতথা
প্রেম করা কি মুখের কথা
প্রেমে যে দারুন ব্যথা
অন্তর বেধিল।।

পূর্ব কথা মনে আছে
সেদিন আজ চলে গেছে
চিরদিন থাকিবে কাছে
এই আশা ছিল।।


বাউল আব্দুল করিম বলে
প্রাণ জ্বলে বিচ্ছেদ অনলে
প্রাণবন্ধু যাইবার কালে 
সঙ্গে না নিল।।



কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ৯৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন