আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী।।
প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী।।
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
আমার মন জানে, আমি জানি।।
সখি গো উপায় বলনা
এ জীবনে দূর হলনা
বাউল করিমের পেরেশানি।।
কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা: ১২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন