বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার

আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার
তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার।।

চলে গাড়ি হাওয়া ভরে, আজব কল গাড়ির ভিতর
নিচ দিকেতে চাকা ঘোরে সামনে বাতি জ্বলে তার।।

রত্নমানিক বোঝাই করা, প্রহরী সব দয়ে পাহারা
বাদি ছয়জন আছ তারা সুযোগে করে সংহার।।

কলের গাড়ি কুদরতে চলে, চলে না পেট্রোল ফুরাইলে
বাউল আব্দূল করিম বলে কুদরতের শান বোঝা ভার।।




কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ৩৪১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন