বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো

শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
পাগল মনে আমার লয় না ঘরবাড়ি।।

আমি কি আর দুঃখ ছেড়ে সই গো সুখের আশা করি
মনপ্রাণ দিয়াছি যারে আমি কেমনে পাশরি গো।।

পিপাসী চাতকীর মতো সই গো অহরহ ঝুরি
মনে লয় যোগিনীর বেশে আমি হইতাম দেশান্তরী গো।।

ধনে হীন মানে হীন আমি কাঙাল বেশে ঘুরি
দয়া নি করিবা বন্ধে আমায় জানিয়া ভিখারি গো।।

বাউল আবদুল করিম বলে বন্ধু অকূলের কান্ডারি
বন্ধের নামেতে কলঙ্ক রবে আমি যদি ডুবে মরি গো।।




কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা:৪১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন