বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

রঙ্গের দুনিয়া তরে চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না
দিবা-নিশি ভাবি যারে
তারে যদি পাই না।।

বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
কারো কাছে যাই না।।

প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
পুর্বেই যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না।।


আসি বলে গেলো চলে
ভাসি সদাই নয়ন জলে
বাউল আব্দুল করিম বলে
রঙ্গের গান আর গাই না।।



কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা:১২৫,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন