ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে।
জাতি কুল যৌবন দিয়াছি, প্রাণ যাবে তার কাছে গো
যা হইবার তা হইয়া গেছে । ।
কালার সনে প্রেম করিয়া কালনাগে দংশিছে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে এমন কি কেউ আছে গো।।
পিরিত পিরিত সবাই বলে, পিরিত যে কইরাছে
পিরিত করিয়া জ্বইলা-পুইড়া কতজন মরছে গো।।
আগুনের তুলনা হয়না, প্রেম আগুনের কাছে
নিভাইলে নিভে না আগুন কি কইরা প্রাণ বাঁচে গো
বলে বলুক লোকে মন্দ, কুলের ভয় কি আছে
আব্দুল করিম জিতে মরা বন্ধু পাইলে বাঁচে গো।।
কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা:৩৮৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন