বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আগের বাহাদুরী এখন গেলো কই

আগের বাহাদুরী এখন গেলো কই
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই

মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে
চোখের জ্যোতি কমেছে মনে, ভাবি চশমা লই।
মন চলেনা রঙতামাশায়, আলস্য এসেছে দেহায়
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।

কমিতেছি তিলেতিলে, ছেলেরা মুরব্বী বলে
ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই।
আগের মতো খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না
আগের মতো কথা কয়না, নাচে না রঙ্গের বাড়ই।।

ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম
সময়ের মুল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই।
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে একেবারে দরবেশ হই


কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা:৩৪২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন