নাও বানাইল নাও বানাইল রে কোন মেস্তরি
কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি
নাও বানাইল রে কোন মেস্তরি।।
সুজন মেস্তরি পাইয়া, ঐ নাও দিয়াছে গঠন করিয়া
বত্রিশ বান্ধের নৌকাখানা পাইক সারিসারি।।
চাইর রঙে রঙ লাগাইয়া, ঐ নাও দিয়াছে সুন্দর করিয়া
যে জন হয় সুজন নাইয়া রাখে যত্ন করে।।
আব্দুল করিম কয় ভাবিয়া, ঐ নাও যাবে যখন পুরান হইয়া
ঘাটের নৌকা ঘাটে থইয়া যাইবে বেপারী।।
কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা:৩৭৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন