পিরিত করা প্রাণে মরা গো
সখি আগে আমি জানি না
প্রেম করা যে এই লাঞ্ছনা।।
সখি গো, বলিতে পারি না মুখে
যে দুঃখ মোর পোড়া বুকে গো
আঁধার দেখি দিবালোকে গো
সখি ঘুমাইলে ঘুম আসেনা-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।
সখি গো, প্রেম করিলে শান্তি মিলে
বলে তাহা কোন পাগলে গো
বিনা কাষ্ঠে আগুন জ্বলে গো
সখি নিভাইলেও নিভেনা-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।
সখি গো, নদীর জোয়ারভাটা দিলে
ফিরে আসে কালে কালে গো
যৌবন জোয়ার একবার গেলে গো
সখি জীবনে আর আসে না-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।
সখি গো, বাউল আবদুল করিম বলে
প্রেমের মালা দিয়া গলে গো
প্রাণবন্ধুরে পাব বলে গো
আমি করি কত আরধনা-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।
কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা: ৯৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন