বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ি ফুল বাগানে নানান বর্ণের ফুল
ফুলের গন্ধে মনানন্দে ভ্রমর আকুল
সই গো বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি বাড়ির পুর্বধারে,
সেথায় বসে বাজায় বাঁশি, মন নিলো তার সুরে
সই গো বসন্ত বাতাসে।।
মন নিলো তার বাঁশির গানে রূপে নিলো আঁখি,
তাইতো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকি
সই গো বসন্ত বাতাসে।।
কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা:৩৮৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন