বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আইলায় না আইলায় নারে বন্ধু করলায়রে দিওয়ানা

আইলায় না আইলায় নারে বন্ধু করলায়রে দিওয়ানা
সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
বন্ধু, আইলায় নারে।।

অতি সাধের পিরিত বন্ধু রে, ওরে বন্ধু নাই রে যার তুলনা
দারুণ বিচ্ছেদের জ্বালা আগেতো জানি না রে
বন্ধু, আইলায় নারে।।

গলে মোর কলংকের মালা রে, ও রে বন্ধু কেউ ভালবাসে না
কুলমান দিয়া কী করিব আমি তোমারে যদি পাই না রে
বন্ধু, আইলায় নারে।।

আব্দুল করিম কুলমান হারা রে, ও রে বন্ধু তুমি কি জান না
সুসময়ে সুজন বন্ধু দেখাতো দিলায় নারে
বন্ধু, আইলায় নারে।।




কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা৩৯৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন