বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে

পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে
পোড়া প্রাণ  জুড়াবে কিসে
বন্ধু নাই যার দেশে গো-
পিরিতি মধুর মিলনে।।

সোনা বন্ধু আসিলে আমার বাড়ি থাকিলে
বনফুল তুলিয়া
বিনা সুতে হার গাঁথিয়া গলেতে পরাইয়া গো।।

ফুল বিছানা সাজাইয়া আতর গোলাপ ছিটাইয়া
মোমবাতি জ্বালইয়া
প্রেমের বালিশ প্রেমের তোষক মশারি টাঙ্গাইয় গো।।

বন্ধু আমার রসিক চান বাটাতে সাজাইয়া পান
লং এলাচি দিয়া
আদর করে বন্ধুর মুখে দিব পান তুলিয়া গো।।

পাইলে সোনা বন্ধুরে সকল জ্বালা যায় দূরে
আদরে বসাইয়া
করিম কয় মরণ ভালো বন্ধুরে দেখিয়া গো।।



কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা৪২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন