বন্ধু দরদিয়ারে
আমি তোমায় চাইরে বন্ধু
আর আমার দরদি নাই রে।।
না জেনে করেছি কর্ম,
দোষ দিব আর কারে
সর্পের গায় হাত দিয়াছি
বিষে তনু ঝরে রে
আর আমার দরদি নাই রে।।
আমার বুকে আগুন বন্ধু
তোমার বুকে পানি
দুই দেশে দুই জনার বাস
কে নিভায় আগুনি রে
আর আমার দরদি নাই রে।।
জন্মাবধি কর্ম পোড়া
ভাগ্যে না লয় জোড়া
করিমরে করবায় নাকি
দেশের বাতাস ছাড়া রে
আর আমার দরদি নাই রে।।
কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা: ১৩২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন