বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

সখি কুঞ্জ সাজাও গো

সখি কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে-
সখি কুঞ্জ সাজাও গো।।

বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে
যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে।।

নয়ন যদি ভোলে সইগো মন ভোলে না তারে
প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে।।

আতর গোলাপ চুয়াচন্দন আনো যত্ন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে।।

আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে
আমারে যে ছেড়ে যায় না প্রবোধ দিও তারে।।

আসিবে আসিবে বলে ভরসা অন্তরে
করিম কয় পাই যদি আর ছাড়িব না তারে।।



কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা:৩৯০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন