বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী

প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী
মন উদাসী, গলে পিরিতের ফাঁসি
আমি হয়েছি দোষী।।

প্রেমের বাজারে প্রেম বিকায় ঘরে ঘরে
ন্যায্য মূল্যে খরিদ করে খরিদ্দারে,
প্রেমিক যারা প্রেম কিনে গো তারা
আগ বাজারে যায় যারা প্রেমবিলাসী।।

বাজারে গেলাম ভাও জানতে চাইলাম
ভাগ্যগুণে সরল এক মহাজন পাইলাম,
একটাক মণ প্রেম বিরাশির ওজন
এক মণ কিনে যে জন একসের পায় বেশি।।

কইতে লাগে ভয় সহজে কী হয়
প্রাণবন্ধুর পিরিতি করা মুখের কথা নয়,
হয়ে প্রেমের আসামী কত দেশ-বিদেশ ভ্রমি
সাধে কি হয়েছি আমি কুলবিনাশী।।

করিমের মন করে উচাটন
ভাবে সদায় পাবো কোথায় বন্ধুর দরশন।
যার মনে যাহা চায় তা বলুক না আমায়
আমি আমার প্রাবন্ধুরে ভালোবাসি।।



কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ১১১


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন