মন মজালে ওরে বাউলা গান
যা দিয়েছো তুমি আমায় কী দেব তার প্রতিদান।।
অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ।।
কী করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী
মনের কথা প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান।।
তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমি কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান।।
ভাটির চিঠি, , শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা: ২০৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন