বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

প্রাণ বন্ধু আসিতে গো সখি আর কত দিন বাকী

প্রাণ বন্ধু আসিতে  গো
সখি আর কত দিন বাকী
চাতক পাখির মত আমি
আশায় চেয়ে থাকি গো-
সখি আর কত দিন বাকি।।

ভালোবেসে দুঃখ দেওয়া 
ভালো হলো নাকি
পাগল মনকে আর কতদিন
প্রবোধ দিয়ে রাখি গো-
সখি আর কত দিন বাকি।।

নিবিড় রাতে কেউ নয় সাথে
একা যখন থাকি,
কত কথা মনে পড়ে
ঝরে দুটি আঁখি গো-
সখি আর কত দিন বাকি।।

আসবে ঘরে আশা করে 
দিবা-নিশি ডাকি
করিম বলে দয়া হলে
আসবে প্রাণপাখি গো-
সখি আর কত দিন বাকি।।


কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা:১১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন