বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া ।।

না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শূন্য বাসর আমি জিয়ন্তে মরা ।।

কুলমানের আশা ছেড়ে, মনপ্রাণ দিয়েছি যারে
এখন সে কাঁদায় আমারে, এই কী তার প্রেমধারা ?

শুইলে স্বপনে দেখি, ঘুম ভাঙ্গিলে সবই ফাঁকি
কত ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া ।।

আশা পথে চেয়ে থাকি, তারে পাইলে হবো সুখি
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা ।।





কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা:৪০২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন