বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

প্রাণনাথ, ছাড়িয়া যাইওনা মোরে রে।

প্রাণনাথ,
ছাড়িয়া যাইওনা মোরে রে।।

কথা রাখো কাছে থাকো
যাইও না রে দুরে,
বন্ধু রে,  দুরে গেলে পরাণ আমার
ছটফট ছটফট করে রে।।

তুমি আমার কাছে থাকো
এই আমার বাসনা 
বন্ধু রে, মন যারে চায় তারে ছাড়া
মনে তো বোঝেনা রে।।

তোমার প্রেমে হইলাম আমি,
মিছা দোষের ভাগি
বন্ধু রে, তোমারে না পাইলে আমি,
বিনা রোগের রোগি রে।।

বাউল আব্দুল করিম বলে
কী বলিব বেশি
বন্ধু রে, মনে চায় দেখিতে তোমার
সোনামুখের হাসি রে।।



কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ১৩১


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন