বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

বড় ভাবী গো, আমারে ঠকোইছন আল্লায়

বড় ভাবী গো, আমারে ঠকোইছন আল্লায়
আম খালি চিন্তা করি আমি কিছু করবার নায়
একে তো অভাবের সংসার জমানা কঠিন
খাইয়া বাইচ্চা চলা যায় না করিতে হয় ঋণ।।

মা-বাপ যেমন পাগল রাতদিন
ভাবেন খালি আমার দায়
মা-বাপের গলার কাঁটা আমি অভাগিনী
জন্মিয়া মরলাম না কেনে ভাবি দিনরজনী
দামান্দের যে দাম শুনি
শুনলে কানে ধুমা যায়।।

ইদিগেও তিন-চারখানো বাবাজান গেলা
কম দামেনি জামাই মিলে খুঁজিয়া চাইলা
ছনের ঘরে থাকে জামাই
তবু টেলিভিশন চায়।।

কী পাপ করলাম গো ভাবি মাইয়া জন্ম লইয়া
মা-বাপের ডাকাতি করলাম জনমের লাগিয়া
জমি বেইচ্চা দিলে বিয়া
শেষে তাদের কী উপায়।।

নারী-পুরুষ সমান অধিকার শুনি শুনার শোনা
এই ব্যাপারে কী করা যায় তাই করি ভাবনা
করিম কয় দুঃখের বিষয়
মাইয়ার বাপ যে নিরুপায়।।


ভাটির চিঠিশাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ২৬৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন