বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়

কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়।।

চন্দ্র সুর্য বান্ধা রাখছে নায়েরই আগায়
দূরবিনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়

রঙ-বেরঙের কত নৌকা ভবের তলায় আয়
রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়।।

হারা-জিতার ছুবের বেলা কার পানে কে চায়
মদন মাঝি বড় পাজি কত নাও ডুবায়।।

বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়
কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়।।



কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা৩৭৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন