কেন এই ব্লগ

আমি, শাহ আব্দুল করিম সাহেবের গানের একজন সাধারণ ভক্ত। উঁনার গানের ভক্ত হিসেবে যখন শুনি লোকে ভুল কথায় গান গাইছে তখন খুবই খারপ লাগে। অনলাইনে প্রায় গানের কথায় ভুল পাওয়া যায়, এমনকী যারা গাইছেন তারাও আসল কথার গান খোজে পেতে আগ্রহী না। এমন অবস্থায় সহজে সকলের কাছে সঠিক কথায় গান পৌছে দিতে আমি এই উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে তাঁর লেখা প্রচলিত জনপ্রিয় কিছু গানের অনলাইন সংস্করণ প্রকাশ করা গেল। পরবর্তিতে ধীরে ধীরে সকল গান  শাহ আব্দুল করিম রচনা সমগ্র বই থেকে প্রকাশের চেষ্টা করবো। 

আমি আশা করি যারা শাহ আব্দুল করিমের গান গেয়ে থাকেন তারা সকলেই এই অনলাইন সংস্করণ থেকে উপকৃত হবেন।

আর কেউ যদি এই সংস্করণে আমায় সাহায্য করতে চান, দয়া করে নিচে দেয়া ইমেইলে যোগাযোগ করেন- ধন্যবাদ







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন