বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আমি কী করিব রে প্রাণনাথ

আমি কী করিব রে
প্রাণনাথ তুমি বিনে
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হলো দিনে দিনে রে
প্রাণনাথ তুমি বিনে।।

আসা-যাওয়া সার হয়েছে
নিয়তিন বিধানে
জন্ম-জরা-যমযাতনা
সব তোমার অধীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।

আশেক যারা জানে তারা
মন দিয়া মন কিনে
প্রেম সাগরে বাইলে বড়শি
ধরে রসের মীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।

চির-অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীন রে
প্রাণনাথ তুমি বিনে।।


কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা৩৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন