সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।।
প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল
জগত জুড়ে বাজে শোন পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকেনা।।
লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখ নি
ইউসুফের প্রেমে জুলেখার হয় কত পেরেশানি
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা।।
পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকেনা।্
প্রেমিকের প্রেম-পরশে শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন নাই তার ঘৃণা লজ্জা ভয়
বাউল আব্দুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না।।
কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা:৮২৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন