বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

মায়া লাগাইছে

কি জাদু করিয়া বন্ধে,
মায়া লাগাইছে।
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে।।

বসে ভাবি নিরালা
আগে তো জানিনা
বন্ধের পিরিতের জ্বালা
যেমন ইট-বাট্টায় দিয়া কয়লা
আগুন জালাইছে-
দেওয়ানা বানাইছে।।

কী বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে 
কলিজা আঙ্গার
প্রানবন্ধুর পিরিতে আমার 
কুলমান গেছে-
দেওয়ানা বানাইছে।।

আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার
মনে যারে চায়
কুলনাশা পিরিতের নেশায়
পাগল করেছে-
দেওয়ানা বানাইছে।।

কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ১১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন