বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

রাখ কি মার এই দয়া করো

রাখ কি মার এই দয়া করো
থাকি না যেন তোমারে ভুলিয়া।।

নিশিদিনে, শয়নে-স্বপনে
পরানে পরানে মিশিয়া
এই আঁধার রাতে নেও যদি সাথে 
তুমি নিজে পথ দেখাইয়া।।

আমি তোমার পাগল, ভরসা কেবল
দীনবন্ধু তোমার নাম শুনিয়া
নেও যদি খবর, হইব অমর 
নামের সুধা-পান করিয়া।।

দয়াল নাম তোমার জগতে প্রচার
জীবেরে দয়া করো বলিয়া
আব্দুল করিম বলে, রেখ চরণতলে, 
দিওনা পায়ে ঠেলিয়া।।


কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা৩১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন