রঙ্গিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো।।
বাড়ই রে, তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি
পুরাইতে তোমার বাসনা দেশ-বিদেশে ভ্রমি
আমার ঘরে থাক তুুমি তোমার ভাবে চলো।।
বাড়ই রে, করাও কী করি আমি ভাবি দিবানিশি
লোকে বলে কাগায় ধান খায় বেঙের গলায় ফাঁসি,
তোমার লাগি কুলবিনাশি বিফলে দিন গেলো।।
বাড়ই রে, যাক না জাতি হোক না ক্ষতি দুঃখ নাই রে আর
সত্য করে কও রে বাড়ই তুমি নি আমার
তোমার প্রেমে আব্দুল করিম মরে যদি ভালো।।
কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা:৩৩৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন