বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

গাড়ি চলে না, চলে না

গাড়ি চলে না, চলে না
চলে না রে 
গাড়ি চলে না।।

চড়িয়া মানবগাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকল গাড়ি 
উপায়-বুদ্ধি মিলে না।।

মহাজনে যত্ন করে
পেট্রল দিল টেংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে 
ভাল-মন্দ বোঝে না।।

গাড়িতে পেসিঞ্জারে
অযথা গণ্ডগোল করে
হেন্ডিম্যান কন্টেকটারে
কেউর কথা কেউ শুনে না।।

পার্সগুলো সব ক্ষয় হয়েছে
ইঞ্জিনে ময়লা জমেছে
ডায়নমা বিকল হয়েছে 
লাইটগুলা ঠিক জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেকফেল করে 
ঘটায় কোন দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এবার
কন্ডেম গাড়ি কী করবো আর
সামনে বিষম অন্ধকার 
করতেছি তাই ভাবনা।।


কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ৮৯,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন