জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই।।
দোষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে
দয়া চাইনা তোমার কাছে আমার উচিত বিচার চাই
দোষী হলে বিচারে সাজা দিবা তো পরে
এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই।।
এই কি তোমার বিবেচনা কেউরে দিলা মাখন ছানা
কেউর মুখে অন্ন জুটে না ভাঙা ঘরে ছানি নাই
জানো শুধু ভোগবিলাস জানো গরিবের সর্বনাশ
কেড়ে নেও শিশুর মুখের গ্রাস তোর মনে কি দয়া নাই।।
তোমার এমন ব্যবহারে অনেকে মানে না তোমারে
কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত তোমার নাই
রাখতে চাইলে নিজের মান সমস্যার করো সমাধান
নিজের বিচার নিজেই করো আদালতের দরকার নাই।।
দয়াল বলে নাম যায় শোনা কথায় কাজে মিল পড়েনা
তোমার মান তুমি বোঝ না আমরা তো মান দিতে চাই
তুমি আমি এক হইলে পাবে না কোন গোলমালে
বাউল আবদুল করিম বলে আমি তোমার গুণ গাই।।
কালনীর ঢেউ, শাহ আব্দুল করিম রচনা সমগ্র, পৃষ্টা: ৪৪৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন