বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আমি গান গাইতে পারি না

আমি গান গাইতে পারি না
গানে মিলে প্রাণের সন্ধান
গান গাওয়া মোর হলনা।।

জানিনা ভাব-কান্তি 
গাইতে পারি না সেই গান
যে গান গাইলে মিলে
আঁধারে আলো সন্ধান
গান গাইলেন লালন, রাধারমণ,
হাসন রাজা দেওয়ানা।।

আরকুম শাহ্, ফকির শিতালং 
বলেছেন মারফতি গাও
সৈয়দ শাহ্ নুরের গানে
শুকনাতে দৌড়াইলেন নাও
করিম বলে প্রাণ খুলে গাও 
গাইতে যার বাসনা।।



কালনীর কূলে, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা: ৭৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন