বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আগে কী সুন্দর দিন কাটাইতাম

আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান ঘাঁটু গান গাইতাম।।

বর্ষা যখন হইত, গাজির গাইন আইত
রঙ্গে ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউল গান  ঘাঁটু গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম।।

হিন্দু বাড়িন্ত যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
কে হবে মেম্বার, কে হবে গ্রামসরকার
আমরা কি তার খবর লইতাম।।

বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে
গরিব কাঙালে বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড়লোক হইতাম।।

কবির ভাবনা সেই দিন আর পাব না
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম।।


ভাটির চিঠি, শাহ আব্দুল করিম রচনা সমগ্রপৃষ্টা:২১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন